আমরা সবাই মোটামুটি Windows OS এর সাথে পরিচিত। আমাদের বেশীর ভাগের কম্পিউটারের সাথে পরিচয়ই হয়েছে Windows XP চালানোর মাধ্যমে। মাইক্রোসফট পেইন্ট অথবা, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মত জিনিসগুলো আমাদের জেনারেশনের নস্টালজিয়ার অংশ। কিন্তু, উইন্ডোজ একটি পেইড OS যদিও আমরা ক্র্যাকড ভার্সন ইউজ করি। আপনি হয়ত ভাবতে পারেন এতে ক্ষতি কি । এতে ক্ষতি আছে। ক্র্যাকড ভার্সনই ইউজ করি অথবা অরিজিনাল, যখন আমাদের দেশে বিদেশী পেইড সফটওয়ারের ব্যবহারকারীর সংখ্যা হিসেব হয়, আপনিও তার মধ্যে পড়েন। আর এতে করে আমাদের দেশ থেকে প্রচুর সফটওয়্যার বিদেশে রপ্তানী হলেও আমাদের নিট সংখ্যাটা ঋণাত্মকই থেকে যায়। ফলে আমরা সফটওইয়্যার রপ্তানী করার পরেও হয়ে থাকি সফটওয়্যার আমদানীকারক দেশ। অথচ আমরা একটু সচেতন হলেই এটা আমাদের দেশে জন্য ব্যাপক সম্মানের একটা ব্যাপার হতে পারে।
আমরা উইন্ডোজের জায়গায় খুব সহজে ব্যবহার করতে পারি লিন্যাক্স। লিন্যাক্সের বেশ কিছু ডিস্ট্রিবিউশন আছে। যেমন- উবুন্টু, সেন্ট ও এস, ফেডোরা, কালি লিন্যাক্স ইত্যাদি। এর মধ্যে ডেক্সটপ এনভায়রোনমেন্ট হিসেবে উবুন্টু বেশ জনপ্রিয়।
উবুন্টুর সাথে প্রি-লোডেড প্রায় সব গুরুত্বপূর্ণ সফটওয়্যার পাওয়া যায়। এর সাথে একটু পূর্ণাঙ্গ অফিস-স্যুটও রয়েছে। রয়েছে ফায়ারফক্স ব্রাউজার এবং বিশাল একটি ডেভেলপার কমিউনিট-যারা সব সময় কাজ করে যাচ্ছে আপনাকে ওপেন সোর্স কম্পিউটিং এর সেরাটা দিতে।
Ubuntu 'র কিছু ভালো দিকঃ
- এটা সম্পূর্ণ ফ্রী ।
- এটি ওপেন সোর্স।
- Ubuntu 'র স্টার্ট-আপ টাইম অনেক কম। কম্পিউটার অন হবার সাথে সাথেই কাজ শুরু করতে পারবেন।
- Ubuntu 'র সাথে প্রয়োজনীর সব সফটওয়্যার দেওয়া সাথে।
- অটোরানের মত সিকিউরিটি ইস্যু নেই।
- Ubuntu তে নেটওয়ার্কিং অনেক সহজ।
- লো কনফিগারড পিসিতেও অনেক ভালো চলে।
- উইন্ডোজ এর সাথেও ডুয়াল বুটে ব্যবহার করা যায়।
- ডেভেলপমেন্টের জন্য অনেক সুবিধা আছে লিন্যাক্সের।
CrazyHD থেকে উবুন্টু ডাউনলোড করতে পারবেন
http://www.crazyhd.com/contents/index.php?page=topics&id=f426f819ef070a961ff2daec5fee4d600a5a7e12 এই লিংক থেকে। অথবা অফিসিয়াল সাইট
https://www.ubuntu.com/download/desktop থেকেও ডাউনলোড করতে পারেন।

লিন্যাক্স বা উবুন্টুর Installation, Usage, Pros and cons অথবা এই সংক্রান্ত যেকোন কুয়েরী থাকলে কমেন্ট করুন নিচে।
ধন্যবাদ। Happy Computing.

Last edited by nsssayom at 14/10/2017 01:40:51