mgbsaifulislam|| Members

28/02/2018 03:42:10
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
দূরে থাকার চেষ্টা করবো উকিল বলছেন আসামিকে- উকিল : এবারের মতো তোমাকে বেকসুর খালাস পাইয়ে দিলাম। কিন্তু এখন থেকে পাজি লোকজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আসামি : অবশ্যই স্যার। আমি অবশ্যই আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবো। O    :-
|
mgbsaifulislam|| Members

28/02/2018 03:45:16
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
পাগলের লেখা চিঠি মানসিক হাসপাতালের এক রোগী একমনে কী যেন লিখছেন। চুপি চুপি পেছনে এসে দাঁড়ালেন চিকিৎসক। বললেন- চিকিৎসক : কী হে, চিঠি লিখছেন নাকি? রোগী : হু। চিকিৎসক : কাকে লিখছেন? রোগী : নিজেকে। চিকিৎসক : বাহ্! ভালো তো। তা কী লিখলেন? রোগী : আপনি কি পাগল নাকি মশাই? সবে তো চিঠিটা লিখছি। চিঠি পাঠাবো, দু’দিন বাদে চিঠিটা পাবো, খুলে পড়বো। তারপর তো বলতে পারবো কী লিখেছি!  
|
mgbsaifulislam|| Members

28/02/2018 03:53:49
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
বুক চিড়ে কলিজা হাতে নিতে পারি সুপারস্টার অনন্ত জলিল আর সুপারম্যানের মধ্যে তর্ক হচ্ছে কার বেশি পাওয়ার তা নিয়ে। তর্কে যে জিতবে সে ৫শ’ টাকা পাবে।
অনন্ত : আমি এক ঝাঁকিতেই মোবাইলে পাঁচ টাকা নিয়ে আসি।
সুপারম্যান : আমি চাইলে পাঁচটা ব্যাংকের টাকা এক নিমিষেই লুট করতে পারি।
অনন্ত : আমি এক হাতে ধরে চলন্ত ট্রাক থামিয়ে দিতে পারি।
সুপারম্যান : আমি এক হাতে চাঁদকে ঠেলে পৃথিবীতে নিয়ে আসতে পারি।
অনন্ত : আমি যখন তখন আমার বুক চিড়ে কলিজা হাতে নিতে পারি।
সুপারম্যান : ভাইজান, এই নেন ৪শ’ টাকা। আর ১শ’ টাকা কালকে দিমুনে।
|
mgbsaifulislam|| Members

28/02/2018 03:56:40
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
[b][/b]আমি টাকার থলে নেবো
শিক্ষক : সবুজ বল তো, তোমার সামনে যদি একটা টাকার থলে এবং একটা জ্ঞানের থলে রাখি, তাহলে তুমি কোনটা নেবে? সবুজ : আমি টাকার থলে নেবো স্যার। শিক্ষক : আমি হলে কিন্তু জ্ঞানের থলেটাই নিতাম। সবুজ : স্যার, যার যা অভাব সে তো তা-ই নেবে।
|
mgbsaifulislam|| Members

28/02/2018 04:00:08
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
মালিঙ্গার চুল দিয়ে হাড়ি-পাতিল মাজবো
শ্রীলঙ্কার ব্যতিক্রমী পেসার মালিঙ্গা সেলুনে যাচ্ছে চুল কাটাতে। হঠাৎ মালিঙ্গার মা বলল-
মা : কই যাস মালিঙ্গা?
মালিঙ্গা : চুল কাটাতে সেলুনে যাইতাছি!
মা : আসার সময় তোর কাটা চুলগুলো নিয়া আসিস।
মালিঙ্গা : কেন মা? আমার কাটা চুল দিয়া কী করবা?
মা : হাড়ি-পাতিল আর বাসন-কোসন মাজবো আর কি!
|
mgbsaifulislam|| Members

28/02/2018 04:05:33
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
বইয়ের দাম তিন হাজার টাকা
বল্টু বইমেলায় গেছে বই কিনতে-
বিক্রেতা : স্যার, এ বইটা নিয়ে যান। এটা একটা ভয়ের বই। এতে কালো জাদু সম্পর্কে লেখা আছে!
বল্টু : দাম কত?
বিক্রেতা : তিন হাজার টাকা।
বল্টু : এইটুকু পাতলা বইয়ের এত দাম!
বিক্রেতা : জ্বি, স্যার! ভুলেও এ বইয়ের শেষ পৃষ্ঠাটা খুলবেন না! খুললেই আপনি জ্ঞান হারাবেন!
কৌতূহল সামলাতে না পেরে বইটি কিনলো বল্টু। পুরো বইটা পড়লেন, কিন্তু শেষ পৃষ্ঠা খুললো না।
একদিন সাহস করে শেষ পৃষ্ঠাটা উল্টে দেখল। তাতে লেখা আছে, ‘সর্বোচ্চ বিক্রয়মূল্য ৩০ টাকা’।
|
mgbsaifulislam|| Members

01/03/2018 02:04:37
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
গাধা মেরে বুশের ক্ষতিপূরণ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ লং ড্রাইভে বেরিয়েছেন। কিছুদূর যাওয়ার পর দুর্ঘটনাবশত একটি গাধা তার গাড়ির নিচে চাপা পড়ে মারা গেল। বুশ ড্রাইভারকে বললেন- বুশ : এই নাও ১০০ ডলার, গাধার মালিককে ক্ষতিপূরণ বাবদ দিয়ে এসো।
কিছুক্ষণ পর ড্রাইভার ফিরে এসে হাসতে হাসতে বলল- ড্রাইভার : এই নেন স্যার ১৫০ ডলার। বুশ : ১৫০ ডলার পেলে কোথায়? ড্রাইভার : স্যার, গাধার মালিক খুশি হয়ে আমাকে ৫০ ডলার দিয়েছে। বুশ : কেন? তুমি কী বলেছো? ড্রাইভার : কিছুই না। শুধু বলেছি, আমি বুশের ড্রাইভার, গাধাটা কিছুক্ষণ আগে মারা গেছে!
|
mgbsaifulislam|| Members

01/03/2018 02:10:29
(157 weeks ago)
Ratio: 0.62
Posts: 22
মহিলাকে খারাপ ভাবছি
একদিন বাসায় স্বামী-স্ত্রী প্রচণ্ড ঝগড়া করার পর-
স্ত্রী : যদি সেদিন মায়ের কথা শুনতাম, আর তোমাকে বিয়ে না করতাম। তাহলে আজ এই কষ্ট সহ্য করতে হতো না।
স্বামী : তার মানে তোমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছিল?
স্ত্রী : তা না হলে আর কি?
স্বামী : হায় আল্লাহ, ওই মহিলাকে আমি এতদিন কত খারাপ ভাবছি। অথচ সে কিনা আমাকে বাঁচানোর চেষ্টা করছিল!
|
May be this the only jokes that i have never heard.
|
Colize1932| .png)  | Members

19/04/2018 08:03:36
(150 weeks ago)
Ratio: 2.22
Posts: 422
so funny jokes. Thanks for share _______________________________________________


|
|