Naim376|      | Elite User

03/08/2012 15:56:31
(441 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
এখানে নিয়মিত Jokes Update করা হবে। জোকস গুলো সংগ্রহ করা হবে ফেসবুকের বিভিন্ন ফান পেজ থেকে। কৌতুক গুলো Mix টাইপের হবে। কোনটা ১৮+ আবার কোনটা সব বয়েসেরই উপযোগী। এই পোস্টগুলোর মূল উপাদানই হলো ফান। কেউ এটি ব্যক্তিগত ভাবে নিলে বা সিরিয়াসলি নিলে সে বোকা ছাড়া আর কিছুই না। আমার মূল উদ্দেশ্যই হলো আপনাদের হাসানো। ব্যক্তিগত জীবনের হাজারো দুঃখ কষ্টের ভীড়ে আমার এই সামান্য কৌতুক যদি আপনার মুখে হাসি ফোটায় তাহলেই আমি সার্থক।
সবাইকে ধন্যবাদ। Last edited by Naim376 at 16/03/2013 17:47:58
|
Naim376|      | Elite User

03/08/2012 17:30:33
(441 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
এক লোক নতুন কম্পিউটার কিনে বাসায় এনে তার ছোট ভাই কে চেনাচ্ছেঃ "এইটা মনিটর, এইটা সিপিইউ,এইটা কী- বোর্ড আর এইটা মাউস!"
ছোট ভাই জবাবে কইলোঃ > > > > > > > "তাইলে কম্পিউটার কোনটা?
|
Naim376|      | Elite User

03/08/2012 17:32:01
(441 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
|
Naim376|      | Elite User

07/08/2012 13:13:41
(440 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
ফেসবুকে এক প্রেমিক জুটি আমার ফ্রেন্ড লিস্টে ছিল। এই দুজন প্রায়শই তাহাদের পরস্পরের ওয়ালে নানান ধরণের রোম্যান্টিক পোস্ট দিত। যেহেতু দুজনেই আমার ফ্রেন্ড লিস্টে ছিল, তাই, সময়ে অসময়ে সেই সকল ওয়াল পোস্টে আমার চক্ষু গাঁথিয়া যাইত। এবং তাহাদের সম্বোধনের ছিরি দেখিয়া আমার মাথার তালু জ্বলিয়া যাইত... সেই সম্বোধনগুলো গুলো ছিল এইরূপ- "বাবা, আই লাভ ইউ"..."মন খারাপ কেন বাবা!" "আমার বাচ্চাটা কি করে?" লাভ ইউ মাই বাচ্চা...!!" আমি খাঁটি অজপারা গাও গ্রাম থেকে ঢাকায় আসছি, অনেক কিছুই বুঝিনা। মাথার উপর দিয়া সব ফুরুত ফারুত চলে যায়। ভাবলাম, গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ডরে 'বাবা কিংবা বাচ্চা' বলাও বোধ হয় সেইরকমই মাথার উপর দিয়া চলিয়া যাইবার মতন কোন ব্যাপার... তাই মাথার তালু জলিয়া গেলেও চুপ করিয়া থাকিতাম... কিন্তু একদিন যখন ছেলেটা মেয়েটারে 'মা' টাইপ কিছু একটা সম্বোধন করিল, সেইদিন আর মাথার তালু ঠাণ্ডা করিতে পারিলাম না। দুইটারে ফ্রেন্ড লিস্ট থেকে বিদায় করিয়া চিরতরে ব্লক করিয়া রাখিলাম...
আজ রাত্রি জাপন করিতে আসিয়াছি আমার খুব ক্লোজ এক বন্ধুর বাসায়... হঠাৎ করিয়া তার আদুরে কণ্ঠের 'বাবা বাবা' মিহি স্বরে আমার মনোযোগে চির ধরিল... কি ব্যাপার? এত রাইতে সে এমন করিয়া তাহার বাবাকে কেন ডাকিতেছে? কোন দুর্ঘটনা নয়ত? পরক্ষনেই তাহার দিকে তাকাইয়া, কিছুক্ষন পরযবেক্ষন করিয়া আমার মাথার তালু আবারো জ্বলিয়া উঠিল...সে মোবাইল ফোনে মিহি কণ্ঠে চিহি চিহি করিয়া তাহার গার্ল ফ্রেন্ডকে 'বাবা বাবা' বলিয়া ডাকিতেছে কিংবা আদর করিতেছে!! আমি দৌড়াইয়া বাথরুমে ঢুকিলাম, মগে করিয়া নিজের মাথায় পানি ঢালিতে লাগিলাম, কিন্তু তাহার বাবা ডাক ততক্ষণে সন্তান প্রসব করিয়া 'বাচ্চা'তে আসিয়া ঠেকিয়াছে... মিহি স্বরে বলিয়া চলিতেছে-'আমারা বাচ্চা, রাগ করেনা বাবা!"
আমি কি করিব কিছুই ঠিক করিতে না পারিয়া রুমে আসিয়া বাংলা একাডেমীর বাংলা টু বাংলা ডিকশনারি খুলিয়া বসিলাম,আর ভাবিতে লাগিলাম, এই ভাষা নিয়া এত্ত রক্ত দিয়া, গর্ব করিয়া কি লাভ হইল! সাধারণ প্রেমিক প্রেমিকাদের জন্যও যেইখানে উপযুক্ত, যুতসই সম্বোধন নাই!! ভালবাসার সাগরে স্নানরত পোলাপানের নিরুপায় হইয়া 'মা বাপ আণ্ডা বাচ্চা টানিয়া আনিতে হয়!!" হে আল্লাহ!! ভাষাটাকে রক্ষা কর.. 
|
Naim376|      | Elite User

07/08/2012 13:27:22
(440 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
পলি বাজার করতে গেছে, দোকানীর কাছে গিয়ে বললো ভাই বেগুন কত করে? দোকানী বললো এই তো ৪০ টাকা কেজি।
হাফ কেজি দেন ভাই।
দোকানী মেপে উঠাচ্ছে, এই সময় মেয়েটা বললো, এ কি অবস্থা, আপনার বেগুনগুলাতো ছোটো ছোটো,এত ছোটটা দিয়ে মজা লাগে না। এর চেয়ে লম্বা বেগুন দেন।
দোকানদার লম্বা বেগুন দিলে পলি বলল, এত পাতলা না ...একটু মোটা বেগুন দেন।
দোকানদারঃ ওওওও বুঝছি, আপনে যেই সাইজ চাইতাছেন তা একটু আগে আরেক আপায় নিয়া গেছে। অহন যেইগুলা আছে সেগুলা সব খাওয়ার বেগুন!!! 
|
Naim376|      | Elite User

08/08/2012 13:46:41
(440 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
হঠাৎ বাসায় কলিংবেল্।
গৃহকর্তী গেলেন দরজা খুলতে, খুলেই তিনি অবাক্, এক কাজের বুয়া টাইপের মহিলা দাড়ায় আছে দরজায়্। গৃহ কর্তীঃ জি বলুন্, আপনি কে? মহিলাঃ আপা আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর সুমাইয়া কুলসুম ,গত কালকে আপনি একটা স্ট্যাটাস দিলেন না যে আপনার বাসার কাজের বুয়া চলে গেছে, তাই সেটা দেখার পর আমি আমার আগের বাড়ির কাজ ছেড়ে আপনার বাড়ি চলে আইলাম কারণ হাজার হলেও আপনি আমার ফ্রেন্ড্। এখোন থেকে আমি আপনার... বাড়ি তেই কাজ করুম আর একসাথে ফেসবুক ইউজ করুম্, আপা রাজি আছেন তো? গৃহকর্তীঃ বাসার ঠিকানা কথায় পাইলা? মহিলাঃ জি আপা, আপনার ছেলে দিছে, ও আবার আমার মাইয়ার লগে ফেসবুক এ একটু ইটিশ্-পিটিশ করে তো . . . .
|
ottshow|        | Members

10/08/2012 07:39:49
(440 weeks ago)
Ratio: 0.60
Posts: 2
ho *censored* *censored*e _______________________________________________
 
|
Naim376|      | Elite User

10/08/2012 19:46:50
(440 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
২ ছাত্র গরমের মাঝে রাত জেগে বারান্দায় পড়ছিল...
১জন জিজ্ঞেস করলো "কয়টা বাজে?"
আরেকজন একটা পাথর নিয়ে প্রতিবেশীর ঘরে মারল...সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল... "হারামির দল রাত ৩টা বাজে...এখন তো ঘুমাতে যা"
|
Naim376|      | Elite User

10/08/2012 19:52:06
(440 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
REASON WHY I DON'T LIKE VISITING RICH PEOPLEQuestion : what would u like to drink...fruit juice,soda,tea,milo,hot chocolate or coffee? Answer : Tea please Q: Ceylon tea,herbal tea, bush tea,honey bush tea,ice tea,green tea? A : Ceylon tea please Q : How would u like it ? Black or white? A : White please Q: milk,whitener, or condensed milk? A : milk please Q: Goat milk, camel milk or cow milk ? A: cow milk please Q: milk from freezeland or afrikaner cow? A:afrikaner cow please Q: warm or cold ? A : warm please Q: full cream,low fat or fat free? A: ummm...ill rather take it black please Q:would u like it with sweetner,sugar or honey? A:with sugar please Q:beet sugar or cane sugar? A: cane sugar please Q:white,brown or yellow sugar ? A: just forget about the tea. i will have a glass of water instead please Q: mineral or still water ? A: mineral water please Q: flavoured or non flavoured? A: hey futsek man,just get me water from the river .....i dont wanna know which river,and stop asking me too many questions   Last edited by Naim376 at 10/08/2012 19:53:07
|
|