একবার কয়েকজন তরুনী ছুটিতে বেড়াতে বের হল। একসময় তারা দেখল একটি ৬ তলা হোটেল, যেখানে লেখা আছে“শুধু মাত্র মহিলাদের জন্য”। যেহেতু তাদের সাথে স্বামী বা বয় ফ্রেন্ড ছিল না তাই তারা খুশি মনে সেখানে থাকার সিদ্ধান্ত নিল।
নীচতলার রিসিপ্ শনে বসা সুদর্শন লোকটি বলল, “আমাদেরউপরে ৫ টি তলা আছে, আর প্রত্যেকটির সামনে লেখা আছে ওই তলাটিতে কি আছে। আপনারা উপরে যেতে থাকেন আর পছান্দের তলাটি বেছে নিন।“
তরুনীরা কিছুটা শিহরিত হল আর উপরে যেতে থাকল;
তারা ২য় তলাতে গেল, সেখানেলেখা আছে, “ এখানে থাকা সকল পুরুষরা হচ্ছে বেটে ও সাদাসিধে”... তারা হাসল আর কোন দ্বিধা ছাড়াই উপারে চলে গেল।
৩য় তলাতে লেখা আছে “এখানে থাকা সকল পুরুষরা হচ্ছে বেটে ও সুদর্শন ”। তারাভাবলএটা তো যথেষ্ট না, তাই আর ও উপরে যেতে থাকল
৪র্থ তলা তে লেখা আছে “এখানে থাকা সকলপুরুষরা হচ্ছে লম্বা ও সাদাসিধে”... এটা ও তাদের যথেষ্ট মনে হল না, এখনও যেহেতু ২ টি তলা বাকি
৫ম তলার লেখাটি ছিল খুব আকর্ষণীয় “এখানে থাকা সকল পুরুষরা হচ্ছে লম্বা ও সুদর্শন”।
তারা ভীষণ খুশী হল আর সেখানে ঢুকে পড়ল, কিন্ত তখনি তাদের মনে পড়ল এখনও ১টি তলা বাকি আর সেখানে আর ও ভাল কিছুঅপেক্ষা করছে, তাই দ্রুত তারা বেরিয়েএলো
আর ছটফট করতে করতে ৬ তলা তে চলে এলো,
এখানে লেখা আছে “ এখানে কোনপুরুষ নেই,এই তলাটি রাখা হয়েছে এটা বুঝানোর জন্য যে, মেয়েদের সন্তুষ্ট করারআসলেকোন উপায় নেই”।
_______________________________________________
nomercy[img]http://www.tejpata.org/decals/a (17).png[/img]