User[14594] unknown

02/09/2012 01:47:38
(438 weeks ago)
Ratio: ---
Posts: 0
বর্তমানে মেডিকেলে জিপিএর ভিত্তিতে ভর্তির যে নিয়ম করতেসে সে আলোকে একটা জোকস।
ক্রেতাঃ ইলিশ মাছ কত কইরা ভাই ? বিক্রেতাঃ ১২০০ টাকা কেজি। ক্রেতাঃ ৮০০ টাকায় দিবা? বিক্রেতাঃ ভাইজান কি ইন্টারে "গোল্ডেন জিপিএ" পাইছিলেন? ক্রেতাঃ না, আমি "A" পাইছিলাম। ক্রেতাঃ ফুটেন মিয়া! "গোল্ডেন জিপিএ" ছাড়া ইলিশ মাছ বেচা নিষেধ। "গোল্ডেন জিপিএ" পায় নাই আবার ইলিশ মাছ খাইতে চায়... শখ কতো...!!
|
User[14594] unknown

02/09/2012 01:52:27
(438 weeks ago)
Ratio: ---
Posts: 0
পরিচয়পর্ব – তাতিয়ানা নোভিকভা বেড়াতে এল অতিথিরা। কুকুরটা ঘরের এক কোণে বসে ঝিমুচ্ছিল। ‘আমার দিকে এসো তো!’ আর্মচেয়ারে আয়েশ করে বসে নিয়ে বলল এক অতিথি। কুকুরটি এগিয়ে গেল তার দিকে। ‘বসো,’ অতিথি বলল। কুকরটি বসল। ‘শোও,’ অতিথি বলল। কুকুরটি শুয়ে পড়ল। ‘দাঁড়াও,’ অতিথি বলল। কুকুরটি দাঁড়াল। ‘বসো,’ অতিথি বলল। কুকুরটি বসল। ‘হ্যান্ডশেক করো,’ অতিথি বলল। কুকুরটি পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের এক পা এগিয়ে ধরে ভালো করে চেয়ে দেখল অতিথির দিকে। অতিথি চিন্তামগ্ন হলো খানিকক্ষণের জন্য। তারপর একসময় বলল, ‘শোও।’ দীর্ঘশ্বাস ফেলে কুকুরটি আবার শুয়ে পড়ল। ‘বসো,’ আবার বলল অতিথি। কুকুরটি বসল। অতিথি আবার ভাবতে শুরু করল, কিন্তু নতুন কিছু খুঁজে পেল না বলার মতো। তখন কুকুরটি বলল, ‘এখন ওঠো এবং বেরিয়ে যাও   
|
User[14594] unknown

02/09/2012 01:58:05
(438 weeks ago)
Ratio: ---
Posts: 0
বাস আর ট্যাক্সিক্যাবের ফারাক
যাত্রীছাউনিতে বসে যানবাহনের জন্য অপেক্ষা করছে এক প্রেমিক। পাশেই বসে আছে তার প্রেমিকা। প্রেমিক তার চেহারায় গুরুগম্ভীর ভাব এনে বলল, মিতু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রেমিকা ধরে নিল, এখন খুবই দার্শনিক টাইপের একটা কথা হবে। তাই সে সিরিয়াসলি বলল, হ্যাঁ, বলো। প্রেমিক বলতে শুরু করল, মিতু, পৃথিবীতে চলতে হলে আমাদের অনেক কিছুরই ফারাক বুঝতে হয়, চিনতে হয়। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কি পাবলিক বাস আর ট্যাক্সিক্যাবের ফারাক বোঝো? প্রেমিকা মাথা নাড়াতে নাড়াতে বলল, না, বুঝি না। প্রেমিক এবার লাফ দিয়ে বসা থেকে উঠে বলল, তাহলে ক্যাবে যাওয়ার দরকার নেই। পাবলিক বাসেই চলো।
|
User[14594] unknown

02/09/2012 02:15:36
(438 weeks ago)
Ratio: ---
Posts: 0
একটু চুমু দাও। বাড়িতে অতিথি বেড়াতে এসেছে বাসায় ছোট বাচ্ছার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছে- অতিথি : কাছে এস বাবু আমাকে একটু চুমু দাও। তাহলে তোমাকে পাঁচ টাকা দেব। বাবু : শুধু অষুধ খাওয়াতেই মা এর থেকে বেশি দেয়।
|
Homer|| Members

02/09/2012 08:52:21
(438 weeks ago)
Ratio: 2.10
Posts: 23
monir85mn wrote:একটু চুমু দাও।
বাড়িতে অতিথি বেড়াতে এসেছে বাসায় ছোট বাচ্ছার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছে-
অতিথি : কাছে এস বাবু আমাকে একটু চুমু দাও। তাহলে তোমাকে পাঁচ টাকা দেব।
বাবু : শুধু অষুধ খাওয়াতেই মা এর থেকে বেশি দেয়। | thik bujhlam na vai kisher oshudh??Last edited by Homer at 02/09/2012 08:53:45
|
Naim376|      | Elite User

03/09/2012 04:30:01
(438 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
জীপ গাড়িতে চড়ে এক পদার্থবিদ, এক আবহাওয়াবিদ ও এক কম্পিউটার ইঞ্জিনিয়ার মরুভূমি পার হচ্ছেন। হঠাৎ করে জীপ গেল থেমে; গাড়ি আর চলে না! পদার্থবিদ অভিমত জানালেন, ‘আমার মনে হয়, থার্মোডিনামিক্সের সূত্রের কোন মারপ্যাঁচে পড়ে ইঞ্জিন বেশি উত্তপ্ত হয়ে গেছে। ইঞ্জিন ঠাণ্ডা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে; তারপর গাড়ি চলবে!’ আবহাওয়াবিদ না-সূচক ভঙ্গিতে মাথা দুলাতে দুলাতে গম্ভীর মুখে বললেন, ‘দু:খিত, আমি একমত হতে পারলাম না। আমার মতে, মরুভূমির অধিক তাপমাত্রাই ইঞ্জিন অচলের কারণ। তাই তাপমাত্রা কমার জন্য আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে!’ পদার্থবিদ প্রতিবাদ করতে যাচ্ছিলেন; তাকে থামিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে উঠলেন, ‘ভাই, আপনারা ঝগড়া করবেন না প্লিজ। আসুন আমরা প্রথমে সবাই গাড়ি থেকে নামি, এক মিনিট অপেক্ষা করি, তারপর আবার গাড়িতে উঠে দেখি স্টার্ট হয় কিনা। আমি তো আমার কম্পিউটার হ্যাং করলে জাস্ট একটু অপেক্ষা করে রিস্টার্ট মারি; আর সব ঠিক হয়ে যায়!’ 
|
Naim376|      | Elite User

03/09/2012 04:34:21
(438 weeks ago)
Ratio: 1.33
Posts: 1937
২ মহিলার কথোপকথন... ১ম মহিলা: আমাদের দুধওয়ালা সকাল বেলা খুব বেশি টিপে । কি টিপে? . . .
. . কলিং বেল । ২য় মহিলা: আমাদের পেপার ওয়ালা টিপে না ডাইরেক্ট নিচ দিয়ে ঢুকিয়ে দেয় । কি?... পেপার ।  
|
|